Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৫, ৬ নভেম্বর ২০২৩

মৌলভীবাজার সদরে বীজ ও সার পাচ্ছেন ৬ হাজার কৃষক

রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ। ছবি- আই নিউজ

রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলায় রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিয়েছে সরকার। 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ মৌসুমে মৌলভীবাজার সদর উপজেলায় ৬ হাজার ৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি প্রণোদনা হিসেবে বীজ পাচ্ছেন। এরমধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও হাইব্রিড-উফশী জাতের বোরো ধান। 

এ ছাড়া, ২ হাজার ৮৩০ জন কৃষক পাচ্ছেন প্রত্যেকে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার।

সোমবার (৬ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে সরকারের এসব কৃষি প্রণোদনা তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ, উপজেলা চেয়াম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা নাসরিন চৌধুরীসহ জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা। 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার এস.এম. নাগিব মাহফুজ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়