নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৫৫, ১৯ নভেম্বর ২০২৩
মৌলভীবাজারে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন নেছার আহমদ!
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপি নেছার আহমদ। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ভিড় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। অন্যান্য আসনের মতো সবার কৌতুহল মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন।
ইতোমধ্যে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদের পক্ষে রোববার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র কিনেছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়াও এই আসনে দলীয় মনোনয়নপত্র কিনেছেন বা কিনবেন এক ডজন নেতা।
দলীয় সূত্রে জানা গেছে- এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রার্থী জিতে আসতে পারবেন কি-না। নৌকার ভোটের পাশাপাশি ব্যক্তিগত ভোট টানতে পারবেন কি-না। দ্বিতীয়- দলের ত্যাগী নেতা। তৃতীয়- উন্নয়ন কর্মকাণ্ড। চতুর্থ- সৎ নেতা। এসব ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্টও দেখা হবে।
মনোনয়ন পাওয়ার এই দৌড়ে কে পাচ্ছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন? এ বিষয়ে দলীয় ও অন্যান্য সূত্রে জানা গেছে- এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সাথে আলাপ করে জানা গেছে- এখন পর্যন্ত সব বিবেচনায় এগিয়ে আছেন নেছার আহমদ এমপি। চুড়ান্ত বিবেচনায় দ্বিতীয়বারের মতো তিনিই পাবেন নৌকা প্রতীকের মনোনয়ন।
সূত্র জানায়- কেন্দ্রের বিবেচনায় এই আসনে এখনও জনপ্রিয় নেছার আহমদ এমপি। তাঁর কাছে সাধারণ কৃষক, শ্রমিক প্রত্যন্ত গ্রামের মানুষের সহজ একসেস ছিলো। নৌকার ভোটের পাশাপাশি তাঁর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি দলের দীর্ঘদিনের ত্যাগী ও সৎ নেতা। মনু নদের এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পসহ বেশ কাজ হয়েছে এই আসনে। যেকোনো পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা করে নেছার আহমদ বিজয়ী হওয়ার যোগ্যতা রাখেন। এসব বিবেচনায় তিনিই পাচ্ছেন নৌকার মনোনয়ন।
জেলা আওয়মী লীগের উপ-দফতর সম্পাদক নিখিল রঞ্জন দাশ আই নিউজকে বলেন- ‘নেছার আহমদ কর্মীবান্ধব নেতা। তিনি এমপি হওয়ার পর সরকারি ও দলীয় কর্মকাণ্ড একসাথে গুলিয়ে ফেলেননি। একদিকে যেমন উন্নয়ন করেছেন, অন্যদিকে পুরো জেলায় দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। বিভিন্ন ইউনিটে সম্মেলন করেছেন। দলীয় কর্মীদের বিপদে এগিয়ে এসেছেন। আর্থিকভাবে সাহায্য করার ব্যবস্থা করেছেন। নেছার আহমদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনিই নৌকার মনোনয়ন পাবেন বলে আমরা আশাবাদী।’
মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু আই নিউজকে বলেন- ‘নেছার আহমদ মাটি ও মানুষের নেতা। এমন নেতা আজকাল বিরল। যার নেতৃত্বের কারণে জেলায় শান্তিপূর্ণ ও অহিংস পরিবেশ বিরাজমান। সাধারণ মানুষ শান্তিতে আছে। তিনিই নৌকার মনোনয়ন পাবেন বলে আমরা আশাবাদী।’
মনোনয়নের ব্যাপারে নেছার আহমদ এমপি আই নিউজকে বলেন- ‘অন্যান্য সময়ের তুলনায় গত পাঁচ বছরে মৌলভীবাজার সদর ও রাজনগরে অনেক বেশি উন্নয়ন হয়েছে। দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ আমার ওপর সন্তুষ্ট। আমার দরজা সবসময় খোলা ছিলো। যখন যে এসেছে চেষ্টা করেছি সমস্যা সমাধান করে দিতে। সংসদ অধিবেশনের সময় ছাড়া বাকি সবটুকু সময় এলাকায় থাকার চেষ্টা করেছি। মানুষের জন্য কাজ করেছি। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ আমার সাথে যোগাযোগ করছেন, তারা সকলেই চান আমি দলের মনোনয়ন পাই। দলের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ। আমিই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাব ইনশাআল্লাহ।’
মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় আওয়ামী লীগের উল্লেখযোগ্য উন্নয়ন-
১. প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মনু নদীর ভাঙ্গণ থেকে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প।
২. রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ।
৩. মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলা ভবন সম্প্রসারণ।
৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ
৫. মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ।
৬. রাজনগর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন কাজ
৭. মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজ।
১৬. মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ।
১৭. মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবন নির্মাণ।
১৮. রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ।
৮. মৌলভীবাজার জেলা সরকারি গ্রন্থাগার ভবন নির্মাণ।
৯. মৌলভীবাজার সদর টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ।
১০. রাজনগর টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ।
১১. মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনিক ভবন সম্প্রসারণ।
১২. রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ।
১৩. ঐছতগঞ্জবাজার নিমার্ণ। ব্যয় : ২ কোটি টাকা ৪৬ লাখ।
বিস্তারিত প ড়ু ন এ খা নে
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’