নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৪৬, ২৫ নভেম্বর ২০২৩
মৌলভীবাজারের ৪টি আসনে যারা পাচ্ছেন নৌকার চূড়ান্ত মনোনয়ন

বাম থেকে শাহাব উদ্দিন আহমদ, নাদেল চৌধুরী, নেছার আহমদ ও আব্দুস শহীদ। ছবি- আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনশো আসনে একযোগে মনোনীত প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) এ ঘোষণা আসতে পারে। এরিমধ্যে দেশের কয়েকশো আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থীর নাম চলে আসতে শুরু করেছে। যদিও এবছর প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দলীয়ভাবে কঠোর গোপনীয়তা রক্ষা করছে আওয়ামী লীগ।
মৌলভীবাজারের ৪টি আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ নিয়ে তুমুল আগ্রহ এ জেলার ভোটার ও রাজনৈতিক মহলে। এরমধ্যেই দলটির কেন্দ্রীয় সংসদীয় কমিটির একাধিক সূত্রে বিচ্ছিন কিছু তথ্য পাওয়া গেছে কয়েকটি আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থীর বিষয়ে।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন চার বারের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাবুদ্দিন।
দলের প্রতি তাঁর ত্যাগ তিতিক্ষা, এলাকার স্বার্বিক উন্নয়ন এবং সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা থাকায় দলের পক্ষ থেকে এবারও এই আসনে তাঁকে পঞ্চমবারের মতো মনোনয়ন দিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মো. শাহাব উদ্দিন প্রথমে ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন।
২০০৮ সালে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাঁকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন। তখন সফলতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই মেয়াদে তাঁকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে মৌলভীবাজারে ব্যাপক অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন হয়েছে। এরমধ্যে কিছু প্রকল্প উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের জীবনে ভূমিকা রেখেছে।
সম্প্রতি জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত উদ্যানকে ঘিরে একটি বড় প্রকল্প (বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক) একনেকের শেষ সভায় পাস হয়েছে। যা এই এলাকার পর্যটনকেন্দ্রিক সম্ভাবনাকে আরো উন্নিত করবে বলে জানিয়েছেন আসনের এমপি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন।
পাশাপাশি মো. শাহাবুদ্দিন এ জেলার নির্বাচিত মত্রী হওয়া তাঁর আমলে জেলাজুড়ে বিস্তৃতি ঘটেছে নানা উন্নয়নমূলক প্রকল্পের। রেললাইন পুনর্বাসন প্রকল্প, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, জুড়ী ও বড়লেখা খানা কমপ্লেক্স নির্মাণ, উপজেলায স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, অসংখ্য ব্রিজ-কাালভার্ট-সেতু, সড়ক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ, নদী-খাল খননসহ জনহিতকর উন্নয়নমূলক কাজ করেছেন। যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া)
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পেতে পারেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল আহমদ চৌধুরী। তাঁর সাংগঠনিক দক্ষতা ও তরুণ নেতৃত্ব হিসেবে তাঁকে মনোনয়ন দেয়া হতে পারে। তবে, এই আসরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের কোনো প্রার্থীকে ছেড়ে এবছর মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন নাদেল আহমদ চৌধুরী।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর)
মৌলভীবাজার-৩ আসনে কোনো পরিবর্তন না আসার ইঙ্গিত পাওয়া গেছে। এই আসনে বর্তমান সংসদ সদস্য নেছার আহমদের ওপরেই নৌকা প্রতীকের ভার রাখতে চাইছে আওয়ামী লীগ।
সূত্র জানায়- কেন্দ্রের বিবেচনায় এই আসনে এখনও জনপ্রিয় নেছার আহমদ এমপি। তাঁর কাছে সাধারণ কৃষক, শ্রমিক প্রত্যন্ত গ্রামের মানুষের সহজ একসেস ছিলো। নৌকার ভোটের পাশাপাশি তাঁর নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি দলের দীর্ঘদিনের ত্যাগী ও সৎ নেতা। মনু নদের এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পসহ বেশ কাজ হয়েছে এই আসনে। যেকোনো পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা করে নেছার আহমদ বিজয়ী হওয়ার যোগ্যতা রাখেন। এসব বিবেচনায় তিনিই পাচ্ছেন নৌকার মনোনয়ন।
লভীবাজার-৪ আসনে মনোনয়ন পাচ্ছেন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছয় বারের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। তাঁকে সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘসময়ের রাজনৈতিক অভিজ্ঞতাকে বিবেচনায় রাখার পাশাপাশি শিক্ষাবিদ হিসেবে তাঁকে মনোনয়ন করতে পারে আওয়ামী লীগ।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। জানা গেছে তিনি এবার সপ্তমবারের মতো পেতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন। বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বর্ষীয়ান রাজনীতিবিদ, দলের প্রতি একাগ্রতা ও আনুগত্য, এলাকার উন্নয়ন, শিক্ষাবিদ বিবেচনায় তাঁকে দেওয়া হচ্ছে মনোনয়ন।
চা বাগানে শিক্ষার প্রসার, এলাকায় যোগাযোগ, নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক এসব বিবেচনায়ও তাকে মনোনয়ন পেতে এগিয়ে রাখছে।
আই নিউজ/এইচএ
আরো পড়ুন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’