গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
গোলাপগঞ্জে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

সিলেটের গোলাপগঞ্জে গ্রেফতার আতঙ্কে বাড়িঘরে থাকতে পারছেন না বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনরাত পুলিশের গ্রেফতার অভিযান ও তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অব্যাহত থাকায় নেতাকর্মীরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। সমর্থকরাও রেহাই পাচ্ছে না বলে অভিযোগ করেন উপজেলা বিএনপির নেতারা।
গত কয়েকদিন আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি পৃথক মামলায় ১৪০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ইতিমধ্যে এসব মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পুলিশ গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুই মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ পরিদর্শক এখলাছুর রহমান ও উপ পরিদর্শক পার্থ সারথী দাশ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকান্ডে ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এদেরকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ কোনো মানুষ গ্রেফতার করা হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৯ অক্টোবর রোববার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে হরতালকে কেন্দ্র করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে প্রথম মামলাটি হয় (মামলা নং- ১৯)। এ মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫০-৬০ জনকে। ইতিমধ্যেই ওই মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অপর মামলাটি হয় গত ১৭ নভেম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়নের বাইপাস এলাকায় নাশকতা সৃষ্টি ও গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ এনে ১৪ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ইতিমধ্যে এসব মামলায় ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মতছির আলীর ছেলে আব্দুস শহিদ (৩২), একই ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে শাহ আলম (২৪), মৃত নুর বক্সের ছেলে মুজিবুর রহমান দুলাল (৪২), রফিপুর নয়া মসজিদ গ্রামের ফখরুল ইসলামের ছেলে ছানি আহমদ (২৪), হেতিমগঞ্জ গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে নাঈম আহমদ (২৩), পৌর এলাকার ঘোষগাঁও উত্তর গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে তাজুল ইসলাম তাজ (৪৫), ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম রায়গড় বটরপাড়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে এমরান আহমদ (২৩) ও অপর মামলায় শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে সুহেল রেজা (৩২) কে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে।
তাছাড়া, ওই দুই মামলায় অজ্ঞাতনামা ১২০ আসামি থাকায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একারণে চলমান আন্দোলনে হরতাল এবং অবরোধে মাঠে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়না।
এদিকে, চলমান আন্দোলনের বিষয়ে বিএনপির তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা হলে তারা বলেন, দেশ এখন কারাগারে পরিণত হয়েছে, পুলিশ আর কত নেতাকর্মীকে ধরে কোন কারাগারে রাখবে। সরকারের রক্ত চক্ষু পুলিশি হয়রানিকে তৃণমূলের নেতাকর্মীরা ভয় পায়না, তৃণমূলে নেতাকর্মীদের ঐক্য আছে যে কোনমূল্যে গনতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের দাবি আন্দোলনকে সফল করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এ সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে তৃণমূল সর্বোচ্চ চেষ্টা করবে।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জ্বামান উজ্জ্বল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের চাপে রাখার কৌশল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার পুলিশ দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালাচ্ছে। পুলিশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। হুমকি ধামকি, গ্রেফতারের মধ্যে দিয়ে আমাদের আন্দোলনকে ধমানো যাবে না। দলীয় নির্দেশে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা কাউকে অযথা হয়রানী করতে চাই না। বরং নাশকতা মামলায় সংশ্লিষ্ট এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামীদের আটকের ক্ষেত্রে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’