হেলাল আহমেদ, আই নিউজ
আপডেট: ১১:৩১, ১ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী জিল্লুর রহমানের পরিচিতি
ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি প্রদর্শনীতে জিল্লুর রহমানকে দেখা যাচ্ছে। ছবি- অনলাইন থেকে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এর আগে দুই আসন বাদ রেখে বাকি ২৯৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকা প্রতীক পেয়েছেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। মনোনয়ন নিয়ে নিজ নির্বাচনী আসনে ফিরে আসার পর তাকে ঘিরে নানা মহলে চলছে আলোচনা।
গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের চূড়ান্ত মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানে মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমান'র নাম ঘোষণা করেন তিনি। নাম ঘোষণার পরপর রাজনগরে এলাকাবাসী ও জিল্লুর রহমান সমর্থক গোষ্ঠী আনন্দ মিছিল বের করেন। আনন্দ ছড়িয়ে পড়ে প্রার্থীর জন্মস্থান কামারচাক ইউনিয়নেও।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মনোনয়ন পাওয়ার পর মৌলভীবাজারে আসার পর বিশাল বাইক শোডাউন করে নেতাকে বরণ করে নেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় মোহাম্মদ জেলার দুই কিংবদন্তী রাজনীতিবিদ স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দ মহসিন আলী ও আজিজুর রহমানের কবর জিয়ারত করেন।
রাজনৈতিক পরিবারের সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জন্মগ্রহণ করেন। তার পিতা কামারচাক ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান । ভাই রাজনগরের কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান Ataur Rahman। আরেক ভাই Ziaur Rahman মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য।
রাজনৈতিক অঙ্গনে জিল্লুর রহমান
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগেড় নৌকা প্রার্থী জিল্লুর রহমান ছাত্রলীগের রাজনীতি শুরু করেন ঢাকার মোহাম্মদপুর থেকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং বর্তমানে, অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।
এসবের পাশাপাশি মোহাম্মদ জিল্লুর রহমান আবাহনী সমর্থক গোষ্ঠীর চেয়ারম্যান, প্রতিভা বিকাশ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালকও তিনি। এ ছাড়া, তিনি গোপালগঞ্জ চন্দ্র দিঘলিয়ার রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও রাজনগরের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির পঞ্চম বারের মত নির্বাচিত সভাপতি। শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম ও আব্দুল মছব্বির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
রাজনগর উপজেলা সহ বিভিন্ন জায়গায় একাধিক মন্দির, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি নিজেকে জড়িয়ে রেখেছেন সমাজসেবামূলক নানাবিধ কাজে। যা তাকে পৌঁছে দিয়েছে স্থানীয় এলাকাবাসীর আরও কাছাকাছি। মৌলভীবাজারেই ফিরেই জিল্লুর রহমান বলেছেন, এ আসনের সাধারণ মানুষদের দাবিদাওয়া পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ।
-
নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ করব: জিল্লুর রহমান
-
মৌলভীবাজারের চাঁদনীঘাটে বাসে আগুন দিল কে?
জিল্লুর রহমান দীর্ঘ পাঁচ বছর কাজ করেছেন বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে। তিনি ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তরুণ শিল্পপতি হিসেবে বাংলাদেশ সরকারের স্বীকৃতি পেয়েছেন। তার কোম্পানিতে কাজ করছেন ৪ হাজার ২শ কর্মচারী।
এ ছাড়াও, তিনি স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডে এর পরিচালক, ভিভা ক্রিয়েশন এর চেয়ারম্যান এবং বিয়ানীবাজার পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর পরিচালক হিসেবে কাজ করছেন।
তার স্বার্বিক সহযোগিতায় 'নেতা মোদের শেখ মুজিব', 'শিশু দের শেখ মুজিব', 'শেখ হাসিনার ভাষণ সমগ্র' এর মতো বই প্রকাশ পেয়েছে দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’