নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:২৬, ২৯ নভেম্বর ২০২৩
মৌলভীবাজারে মনোনয়নপত্র জমা দিলেন ২ জাসদ নেতা
জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিচ্ছেন দুই জাসদ নেতা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে বইছে নির্বাচনী আমেজ। এরিমধ্যে জেলা ও উপজেলার বিভিন্ন আসনের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় আড়ম্বরতার সাথে ফিরেছেন। করছেন সভা, পথসভার মতো কর্মসূচি। এরমধ্যেই আজ বুধবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডক্টর উর্মি বিনতে সালামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দুই নেতা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের জন্য জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম ইকবাল এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জন্য জেলা জাসদের অন্যতম নেতা আব্দুল মছব্বির।
এ সময় জেলা জাসদ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নজরুলসহ জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মৌলভীবাজারের চারটি আসনের চারটিতেই চূড়ান্ত মনোনীত প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে, এবছর জেলার গুরুত্বপূর্ণ দুইটি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সামনে এসেছেম নতুন দুই মুখ। মৌলভীবাজার-২ আসনে নৌকার মাঝি হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন সুলতান মনসুর। তিনিও এবার আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন; তবে, পান নি।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) গুরুত্বপূর্ণ আসনেও বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপিকে বসিয়ে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে রাজনগরের শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে। এ নিয়ে জেলার নানামহলে আলোচনা চলছে। বর্তমান সাংসদকে বসিয়ে জিল্লুর রহমানকে মনোনয়ন দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেন নি জেলা আওয়ামী লীগসহ অনেক নেতাকর্মীরা। অনেকেই বিষয়টিকে মৌলভীবাজারের রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’