হেলাল আহমেদ, আই নিউজ
আপডেট: ১৪:৪১, ৩০ নভেম্বর ২০২৩
মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন
মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। এরমধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের অনেক দল সংসদীয় আসনগুলোতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার মোট ৪টি আসনেও মনোনয়ন কিনে জমা দিয়েছেন প্রার্থীরা। মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন তার একটি তালিকাও এসেছে আই নিউজের কাছে।
গত রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় একসঙ্গে ২৯৮ সংসদীয় আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। পরদিন সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ২৮৯ আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। সর্বশেষ বুধবার (২৯ নভেম্বর) তৃণমূল বিএনপি ২৮০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) , তৃণমূল বিএনপি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট, বিকল্প ধারাসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।
মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শাহাবুদ্দিন। এ আসনে বড়লেখা থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন কিনেছেন আহমেদ রিয়াজ উদ্দিন।
প্রার্থীদের সাথে কথা বলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-১ আসনে জুড়ী থেকে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন কিনেছেন ফারুক আহমদ ও মো. ময়নুল ইসলাম। এবং তৃণমূল বিএনপি থেকে সোনালি আঁশ প্রতীক পেতে মনোনয়ন কিনেছেন মো. আনোয়ার হোসেন।
মৌলভীবাজার-২ আসনে আসন্ন নির্বাচনে নতুন প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগ। এ আসনে নৌকা প্রতীক থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তবে তিনি ছাড়াও এ আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রায় ৭ জন প্রার্থী মনোনয়ন কিনেছেন।
মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। তিনি এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবেন মো. আব্দুল মতিন এ আসনে জাসদের পক্ষে মো. বদরুল হোসেন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোস্তাকিম তামিম, বিকল্প ধারাকে মো. কামরুজ্জামান সিমু মনোনয়ন কিনেছেন।
মৌলভীবাজার-৩ আসনে এবার নৌকার মাঝি হয়ে এসেছেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তবে, তিনি ছাড়াও এ আসন থেকে প্রার্থীতার জন্য মনোনয়ন কিনেছেন আরও ৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ রহিম সিআইপি এবং সাদিকুর রহমান।
এ ছাড়া, জাসদের পক্ষ থেকে আব্দুল মোসাব্বির, জাতীয় পার্টির রুহুল আমিন, মো. আলতাফুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম, এনপিপির মো. আবু বকর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ মনোনয়ন পত্র কিনেছেন।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়ে চূড়ান্ত মনোনীত হয়েছেন এ আসনে ৬ বারের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। তবে তিনি ছাড়াও এ আসনে একাধিক স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন কিনেছেন।
-
মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম সিআইপি
-
মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী কে এই জিল্লুর রহমান?
তাদের মধ্যে শ্রীমঙ্গল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টি থেকে মো. মস্তান মিয়া এবং ইসলামিক ঐক্যজোট থেকে মো. আনোয়ার হোসাইন মনোনয়ন কিনেছেন। কমলগঞ্জ থেকে ইসলামী ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী এবং জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ মনোনয়ন পত্র কিনেছেন।
উল্লেখ, আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহ করা এবং জমাদানের শেষ দিন। আজ বিকেল ৪টা কার্যদিবসের মধ্যে মনোনয়ন জমাদান করতে হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’