মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান কোয়াব কাপ উদ্বোধন
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। ছবি- আই নিউজ
বিজয়ের মাসে মৌলবাজারে উদ্বোধন হলো জেলার শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মরণে আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার (২ ডিসেম্বর) সকালে কোয়াব মৌলভীবাজারের আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৌদ আল সুফিয়ানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, কোয়াব মৌলভীবাজারের সাবেক সভাপতি বিমান ঘোষ বিলকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা ক্রিকেট উপকমিটির সদস্য সচিব নাহিদ হোসেন, সাবেক ক্রিকেটার শিল্পী চৌধুরী।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, কোয়াব সভাপতি হাসান আহমেদ জাবেদ। এছাড়াও কোয়াব ও সিপিএমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এই টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে সিপিএম মৌলভীবাজারের সাথে জুড়ি কোয়াব দলের খেলা অনুষ্ঠিত হয়।
এবছর মৌলভীবাজার জেলায় এই টুর্নামেন্টেটি লীগ পদ্ধতিতে ৫০ ওভারের বেসরকারি পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটির অর্থায়ন করছে হৃদয়ে আজিজুর রহমান গ্লোবাল ফোরাম।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’