Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৩৩, ৬ ডিসেম্বর ২০২৩

কমলগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রী নিহত

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবি- আই নিউজ

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় মোটরসাইকেলর পিছনে থাকা আরোহী রাসেল (২০) গুরুতর আহত হন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা বাবা ভাই ও আত্বীয় সজন। এসময় তাদের  কান্নার আহাজারিতে ভাড়ি হয় পুরা হাসপাতাল।

স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামন দিয়ে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় সরাসরি একটা গাড়ি এসে ধাক্কা মেড়ে ফেলে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে বসে থাকা রাসেল নামে একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজু চন্দ্র। এসময় গুরুতর আহত হওয়া রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই হোসেন মিয়া জানান, আমার ভাই আমার চোখের সামনে থেকে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে। এভাবে তার মৃত্যু কোন ভাবে কামনা করিনি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আরও বলেন, দূর্ঘটনায় পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়