মৌলভীবাজার প্রতিনিধি
‘আচরণবিধি লঙ্ঘন’ নিয়ে যা বললেন জিল্লুর রহমান
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছে মোহাম্মদ জিল্লুর রহমান। ছবি- আই নিউজ
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান আচরণবিধি লঙ্ঘন করছেন কি-না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও ভুল হলে সংশোধন করে নেবো। যাতে ভুল না হয় সে চেষ্টা করবো।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি মৌলভীবাজার জেলার উন্নয়ন নিয়ে মাস্টারপ্ল্যান নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। একটি স্মার্ট জেলা ও স্মার্ট সংসদীয় আসন করতে চান। মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্বাবদ্যালয়, চার লেন রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ জিল্লুর রহমানকে বলেন- ১৮ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণা করার কথা। এখনও প্রতীক বরাদ্ধ হয়নি। তিনি প্রশ্ন করেন নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী প্রচারণা ও উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়ার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কি-না।
এ প্রশ্নের উত্তরে জিল্লুর রহমান বলেন- ‘আমরা আচরণবিধি মেনেই অনেকগুলো কাজ করবো। মতবিনিময় সভা, উঠান বৈঠক, যদি মানুষের প্রতিবন্ধকতা না হয় আমরা চলাফেরা করতে পারি। আমি মানুষ, ফেরেশতা না। যদি ত্রুটি থাকে, আমরা ভুল করতে পারি। আপনারা আমাকে জাস্ট মেসেজ দেবেন। বলবেন এটা করেন, ওটা করেন। আমি একা তো পারবো না। সকলে মিলেই কাজ করতে হবে। ইনশাআল্লাহ ত্রুটি থাকলে আমরা সংশোধন করার চেষ্টা করবো। পরবর্তীতে ত্রুটি যাতে না হয় সেটা চেষ্টা করবো।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সাইফুর রহমান বাবুল, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’