নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:২২, ১০ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব উদযাপন
উৎসবে নৃত্য প্রদর্শন করে অংশগ্রহণকারী ছোটদের নৃত্যদল। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উদযাপিত হলো গণজাগরণের সাংস্কৃতিক উৎসব ২০২৩।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী মহোদয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। স্বাগত বক্তব্য প্রদান করেন এম এমদাদুল হক মিন্টু।
গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠান প্রচারণায় ছিলেন আই নিউজ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল এবং মঞ্চ ব্যবস্থাপনায় একাডেমির কার্যনির্বাহী সদস্য মো. শরীফ উদ্দিন সহযোগিতা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব উপস্থাপনায় ছিলেন একাডেমির প্রশিক্ষক সুশিপ্তা দাশ।
গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিদল, গানঘর, গান পাঠশালা, রবিবাগ, অগ্নিকণা, নূপুর নিক্কন, শ্রীমঙ্গল নৃত্যালয়।
এ ছাড়াও, শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন কবি আকমল হোসেন নিপু, কবি মুজাহিদ আহমেদ এবং এইচ এম সাহাব উদ্দিন, আবৃত্তিশিল্পী দেবাশীষ চৌধুরী, আবৃত্তিশিল্পী ডোরা প্রেন্টিস, সঙ্গীতশিল্পী জয়দীপ রায় রাজু, সুরঞ্জিত সুরণ, আইরিন মুন্নী, তমাল ফেরদৌস, এস ডি শান্ত, মমিতা সিনহা, টুম্পা দেবী, মো. রুমেল, দেবযানী রায়, আলো দেবী, নৃত্যশিল্পী দেলোয়ার হোসেন দুর্জয়, সুমন দাশ, ঈশিতা বাহাদুর মৌ।
গণজাগরণের সাংস্কৃতিক উৎসব আয়োজনে প্রায় ২৫০ জন শিল্পী অংশগ্রহণ করে বলে জানিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। উৎসবে পাঁচ শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
গণজাগরণের সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় পর্বে ছিল, নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. উর্মি বিনতে সালাম।
এ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।
উৎসবের এই পর্বে শিশু সঙ্গীতদল ও নৃত্যদলের পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনায় ছিলেন ইপা বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক নাজিয়া আক্তার চৌধুরী, সহযোগী সমন্বয়কারী সঙ্গীত প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্র। অনুষ্ঠানের এই পর্ব উপস্থাপনা করেন একাডেমির আবৃত্তি প্রশিক্ষক সুশিপ্তা দাশ।
আয়োজনে যন্ত্রশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সমীরণ চক্রবর্তী, রামগোপাল দাশ, প্রসাদ দাশ, প্রীতম দত্ত সজীব, নিউটন দেব, হিমেল, শব্দ ব্যবস্থাপনায় মো. মিজানুর রহমান, আলোক প্রক্ষেপণে মো. জহিরুল ইসলাম, মঞ্চে বিদ্যাসাগর কৈরী, উজ্জ্বল মিঞা, মো. সেলিম, রূপক পাল, সেলিম বাপ্পী।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’