মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৫১, ১০ ডিসেম্বর ২০২৩
ন্যাশনাল নেচার সামিট ২০২৩ এ সারাদেশে প্রথম ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুলের ৩ শিক্ষার্থী
পুরস্কার বিজয়ী তিন শিক্ষার্থী। ছবি- আই নিউজ
ন্যাশনাল নেচার সামিট ২০২৩ এ সারাদেশে প্রথম স্থান অধিকার করেছেন মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল এর তিন কৃতী শিক্ষার্থীর একটি দল। বিজ্ঞান ক্লাবের এই তিন মেধাবী 'সেভ আওয়ার মাদারল্যান্ড' শীর্ষক একটি প্রজেক্ট উপস্থাপন করেছিলেন।
শনিবার (৯ ডিসেম্বর) বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়। দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল এর বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক, জীববিজ্ঞানের শিক্ষক রোকসানা আক্তার আই নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুরস্কার জয়ী তিন শিক্ষার্থী হলেন- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুলনা ধর তুষ্টি, বিততি রায় বিদ্যা ও মাহবুব আহমেদ সাদি।
জীববিজ্ঞানের শিক্ষক রোকসানা আক্তার আই নিউজকে বলেন, ন্যাশনাল নেচার সামিট ২০২৩ এ আমাদের স্কুল থেকে তিনজন শিক্ষার্থী 'সেভ আওয়ার মাদারল্যান্ড' শীর্ষক প্রজেক্ট উপস্থাপন করে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে আমাদেরকে গর্বিত করেছে।
তিনি এই সম্মেলনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভাবকদের পূর্ণ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
স্কুলটির বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা এই শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের এই টিম ন্যাশনাল নেচার সামিট ২০২২ এ সিলেট আঞ্চলিক পর্যায়ে বিজয়ী হয়েছিল। আমি আমাদের ক্লাবের শিক্ষার্থীদের তিনটি প্রজেক্ট ও দুইটি দেয়ালিকা নিয়ে উপস্থিত হয়েছিলাম। প্রজেক্টে জুনিয়র ক্যাটাগরীতে প্রথম পুরস্কার পেয়েছিল তুলনা, বিদ্যা ও সাদী।তারাই এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ।
রোকসানা আক্তার বলেন, দেয়ালিকায় দ্বিতীয় পুরস্কার পেয়েছিল দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের নুসরাত খানম নওশীন, হুমায়রা জামান মীম ও মো. জাফরুল্লাহ জিহান।। দ্বিতীয় পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ থাকলেও তারা বিভিন্ন কারণে উপস্থিত হয়নি।
২০১৯ সালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করতে স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠন করা হয় জানিয়ে তিনি বলেন, করোনাকালীন সময় ও পরবর্তীতে প্রয়োজনেই এটা ডিজিটাল বিজ্ঞান ক্লাব হিসেবে পরিচালনা করে আসছি। প্রজেক্ট বিজয়ী তিনজন শিক্ষার্থীই ক্লাবের সক্রিয় সংগঠক। আশা করছি তাদের এই অর্জন আমাদের ক্লাবের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বর্তমানে আমাদের ক্লাবের সদস্য সংখ্যা ২৪৫। পরিকল্পনা আছে খুব ভালো কিছু করার, ইনশাল্লাহ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’