Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১২ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস

ফাইল ছবি

ফাইল ছবি

রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে আজ দিনব্যাপী মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলায় মোট ২ লাখ ৪৬ হাজার ৯২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

জেলার ৬৭ ইউনিয়ন ও ৩টি পৌরসভার চা বাগান, হাওর, পাহাড় ও সমতল সর্বত্র ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের নেতৃত্বে ১ হাজার ৬৮৮ কেন্দ্রে ৪ হাজার ৯৮ জন কর্মী এই ক্যাম্পেইন পরিচালনা করেন। মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের তথ্যমতে জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ২৩ হাজার ৪৪৫ জন। 

জেলায় ৬ থেকে ১১ মাসের ২৭ হাজার ৬২৪ জন এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ১৯ হাজার ২৯৬ জনকে খাওয়ানো লক্ষ্যামাত্রা ধরে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ খেকে ১১ মাস বয়সী শিশুকে সবুজ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।

কেন খাওয়াবেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল
প্রথমত অন্ধত্ব ও রাতাকানা প্রতিরোধে মানবদেহে ভিটামিন এ অত্যাবশকীয়। আপনার সন্তানের সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ এক অণুপুষ্টি। এটি চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশূন্যতা- এমনকি, শিশুর মৃত্যুও হতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়