Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১৪ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন 

সন্ধ্যা সাড়ে ৬টায় পর প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন সাধারণ মানুষ।

সন্ধ্যা সাড়ে ৬টায় পর প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন সাধারণ মানুষ।

শহীদ বুদ্ধিজীবী দিবসের সন্ধ্যায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটি স্মরণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনারে এই প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। 

এতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সভাপতি্ত্বে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পুলিশ সুপার মঞ্জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্নালী দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার জামাল উদ্দিন প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারে রণাঙ্গনের বীর যোদ্ধা কুমিল্লার দেবিদ্বারের সন্তান ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের বাবা আব্দুস সালাম নান্নু। 

এ ছাড়াও সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়