মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:৩৮, ১৬ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারে বিজয় দিবস উদযাপন, দিনব্যাপী অনুষ্ঠান
সূর্যোদয়ের পর থেকে শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন মহল। ছবি - আই নিউজ
আজ ১৬ ডিসেম্বর। বাঙালী জাতির মহান বিজয় দিবস আজ। এই গৌরবময় দিনে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে ও বিজয় দিবস উদযাপন করতে আজ সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও শহীদ বেদী মুখরিত মানুষের পদচারণায়। সকালের ঘন কুয়াশার মাঝেও দলবেধে আসছেন বিভিন্ন স্কুল, কলেজ, প্রশাসন, কার্যালয়, সংগঠন ও সংস্থার লোকজন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের পর থেকে শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম পুষ্পাঞ্জলি অর্পন করেছেন।
শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার -৩ (সদর রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (হবিগঞ্জ- মৌলভীবাজার) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলা উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনে এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে পুষ্পাঞ্জলি অর্পন করেন স্থাানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ।
জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে পুষ্পাঞ্জলি অর্পন করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, ফজলুৃর রহমান মহসিন, সরোয়ার আলম ও আজমল হোসেন পুমখ।
এর আগে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
শুধু রাজনৈতিক দল নয়, বেলা বাড়ার সাথে সাথে মৌলভীবাজার শহীদ মিনারে ভিড় বাড়তে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের মানুষেরও। তা ছাড়া, বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারের পাশেই মেয়র মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বিজয় উৎসব। যা দেখার জন্য সাধারণ মানুষরাও তাদের সন্তানদের নিয়ে এসেছেন শহীদ মিনার প্রাঙ্গণে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’