মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:০১, ১৭ ডিসেম্বর ২০২৩
পড়াশোনার চাপে মৌলভীবাজারে মাদরাসা থেকে পালিয়ে গিয়েছিলেন ২ ভাই
বাবা-মায়ের সঙ্গে পালিয়ে যাওয়া দুই ভাই। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র দুই ভাইকে উদ্ধার করেছে পুলিশ। জেলার কাজীরবাজার এলাকার একটি মাদরাসা থেকে নিখোঁজ হওয়া দুই ভাই ঢাকা চলে যান। আবার পুলিশের তদন্তের কথা জানতে পেরে আবার বাড়িতে ফিরে আসেন নিজেরাই।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে পালিয়ে যাওয়া দুই ভাই তাদের নিজেদের বাড়িতে ফিরে আসেন। তারা হলেন, বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) ও মো. শরীফুল ইসলাম চৌধুরী (১২)। তারা মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের নাজমুল আহমদের সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ নভেম্বর পড়াশোনার চাপে দুই ভাই নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে বড় ভাই আরিফুল ইসলাম চৌধুরী রাহি কাজিরবাজার এলাকার শাহধরন হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তাঁর ছোট ভাই শরীফুল ইসলাম চৌধুরী নওমৌজা বাড়ন্তি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র। দুই ভাই মিলে ১০ নভেম্বর রাত ১০টায় শেরপুর বাসস্ট্যান্ড থেকে হানিফ বাসে করে ঢাকায় চলে যায়। সেখানে টঙ্গী এলাকায় নিজেদের পরিচয় গোপন রেখে ভিকটিম আরিফুল ইসলাম চৌধুরী রাহি (১৪) কাপড়ের ফ্যাক্টরীতে এবং মো. শরীফুল ইসলাম চৌধুরী (১২) সাবানের ফ্যাক্টরীতে কাজ নেয়।
এদিকে দুই ভাই একসঙ্গে নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েন তাঁদের বাবা-মা। ওইদিন রাতেই তাঁদের বাবা নাজমুল আহমদ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন (ডায়েরি নম্বর-৫৬৯)।
থানায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে নামে টিম মৌলভীবাজার সদর মডেল থানা। তারা পালিয়ে যাওয়া দুই ভাইয়ের অবস্থান সম্পর্কে অবগত হন। এরমধ্যে খবর পান পুলিশের কথা জানতে পেরে পালানো দুই ভাই নিজেরাই আবার বাড়িতে ফিরে আসেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’