Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৭, ১৭ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৯:১৩, ১৭ ডিসেম্বর ২০২৩

পুলিশি বাধায় মৌলভীবাজারে বামজোটের অবস্থান কর্মসূচি পণ্ড

পুলিশের সঙ্গে কথা বলছেন সিপিবি নেতা জহর লাল দত্ত। ছবি- আই নিউজ

পুলিশের সঙ্গে কথা বলছেন সিপিবি নেতা জহর লাল দত্ত। ছবি- আই নিউজ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েও করতে পারেননি বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজারের নেতৃবৃন্দ। পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় তাঁদের অবস্থান কর্মসূচি।

রোববার (১৭ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা নির্বাচনে অফিসের সামনে বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে দাঁড়ান নেতাকর্মীরা। এসময় পুলিশ এসে তাদের বাঁধা প্রদান করে। বিপরীতে বাম জোটের কর্মীরা বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন।

বাম গণতান্ত্রিক জোটে মৌলভীবাজারের নেতাদের অভিযোগ অবস্থান কর্মসূচিতে সিপিবি ও সুজন নেতা জহর লাল দত্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরকে লাঞ্ছিত করে গাড়িতে তুলে নেয়া হয়।

জোট নেতাদের অভিযোগশা ন্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা এবং বামজোটের নেতৃবৃন্দের প্রতি অশ্লীল ও কুরুচিপূর্ণ গালাগালি, যা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী এবং স্বৈরাচারের বহিঃপ্রকাশ 

পরবর্তীতে এ ঘটনার তীব্র নিন্দা জানায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়