Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ১৮ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে শুরু নৌকা মার্কার নির্বাচনি প্রচারণা 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে। এবার শুরু ভোট চেয়ে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। মৌলভীবাজারে প্রতীক বরাদ্দের দিন বিকেল থেকেই গান-বাজনা সহযোগে শুরু হয়েছে নৌকা মার্কা প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের নির্বাচনি প্রচারণা। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল নয়টা থেকে জেলা রিটার্নিং কার্যালয়ে শুরু হয় প্রতীক বরাদ্দের কাজ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। তাই আজ বিকেল থেকেই সারাদেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা, শোডাউন। 

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। প্রতীক বরাদ্দের দিন বিকেল থেকে তাঁর প্রচারণা শুরু হয়েছে শহরে। সিএনজিতে করে মাইকে বাজছে নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে ভোট চেয়ে জিল্লুর রহমানের গান। 

এছাড়া, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের বিভিন্ন শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন জিল্লুর রহমানের সমর্থকরা। তারা মোটরসাইকেলে করে নৌকার মার্কার পক্ষে স্লোগান দিতে দিতে শহরের কুশুমবাগ, সেন্ট্রাল রোড, কোর্ট রোড প্রদক্ষিণ করে। এদিন মৌলভীবাজারে জিল্লুর রহমান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নিয়ে তাঁর প্রধান নির্বাচনি কার্যালয়ও উদ্বোধন করেছেন। 

পরে সোমবার বিকেল চারটার গাড়িতে চরে জনসংযোগ করতে করতে প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান রাজনগরে যান। সেখানে তিনি রাজনগর উপজেলা নির্বাচনি কার্যালয় উদ্বোধন করেন এবং জনসংযোগ করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়