Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:১১, ১৮ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারের চারটি আসনে কে কোন প্রতীক পেলেন 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। ছবি- আই নিউজ

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। ছবি- আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার শেষে আজ ছিল প্রতীক বরাদ্দের দিন। মৌলভীবাজারের চারটি আসনের মোট ২২ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং অফিসার। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। বিকেলে জানানো হয় মৌলভীবাজারের চারটি আসনে কে কোন প্রতীক পেলেন। 

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম স্বাক্ষরিত প্রার্থীদের প্রতীক বরাদ্দের এ তথ্য জানায় রিটার্নিং কার্যালয়। 

মৌলভীবাজারের চারটি আসনে কে কোন প্রতীক পেলেন 
মৌলভীবাজার-১ আসনে মোট প্রার্থী ৪ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন দলীয় নৌকা প্রতীক। বাকিদের মধ্যে জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম ট্রাক, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।

মৌলভীবাজার-২ আসনে মোট প্রার্থী ৮ জন। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। বাকিদের মধ্যে হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র থেকে এ.কে.এম সফি আহমদ সলমান পেয়েছেন ট্রাক প্রতীক, ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব মোমবাতি, তৃণমূল বিএনপির এম এম শাহীন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রাহমানী মিনার, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন কাঁচি, জাতীয় পার্টির মো. আব্দুল মালেক লাঙ্গল, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু কুলা প্রতীক পেয়েছেন।

মৌলভীবাজার-৩ আসনে মোট প্রার্থী ৭ জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। বাকিদের মধ্যে জাসদের আব্দুল মোসাব্বির মশাল, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু বকর আম, ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ মোমবাতি, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান লাঙ্গল এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম ছড়ি প্রতীক পেয়েছেন। 

মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী সংখ্যা সবথেকে কম। এ আসনে প্রার্থী মাত্র ৩ জন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ পেয়েছেন নৌকা প্রতীক। অন্য দুই জনের মধ্যে ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী মোমবাতি এবং ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন মিনার প্রতীক পেয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়