জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৫:০৭, ১৯ ডিসেম্বর ২০২৩
জুড়ীতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন

ছবি- আই নিউজ
হাজার হাজার মানুষকে কাঁদিয়ে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৭.১৫ মিনিটে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওইদিন বাদ আছর বেলাগাঁও-কন্টিনালা জামে মসজিদ কেন্দ্রীয় ঈদগাহে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন সম্পন্ন হয় ওই জনপ্রিয় কিংবদন্তী জনপ্রতিনিধির।
হাজার হাজার জনতার ঢল নামে তাঁর জানাজায়, অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজ ও সকল শ্রেণী পেশার মানুষ। এসময় তাঁরা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিনের দীর্ঘ বর্ণাঢ্য জীবন এবং মানুষের প্রতি তাঁর ভালোবাসার স্মৃতি চারণ করেন।
তারা বলেন- দীর্ঘ জীবনে সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ছিলেন নিবেদিত প্রাণ একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান মানুষ। জুড়ী উপজেলা প্রতিষ্ঠায় তাঁর ছিলো অনেক অবদান। এই উপজেলার উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছেন। আজীবন মানুষের সেবা করেছেন। আজকের জানাজা-ই এর প্রমাণ। আজ হাজারো মানুষের ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ আমরা শোকাহত। আমরা এই উপজেলার একজন অভিভাবককে হারালাম। তাঁর মৃত্যুর খবরে জুড়ী উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিনের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোসলেহ উদ্দিন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজ ও বাংলাদেশ টুডে পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের পিতা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’