Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ২১ ডিসেম্বর ২০২৩

শ্রীমঙ্গলে ১০ বস্তা ভারতীয় চিনিসহ সিএনজি জব্দ, আটক ১

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনিসহ কাদির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষণ রায়। 

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুুরখান সড়কের ইকরা মাদ্রাসা এলাকা থেকে ০ বস্তা চিনিসহ আব্দুল কাদিরকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ।  

গ্রেফতাকৃত কাদির (৩৫) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কাদির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ভারতীয় ১০ বস্তা চিনি ও একটি সিএনজি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়