মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ভোক্তার অভিযানে ৩ দোকানকে জরিমানা

ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি দোকানকে জরিমানা করা হয়েছে। ৩টি দোকানকে মোট ১০ হাজার টাকার জরিমানা করে তা আদায় করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর।
বুধবার (২৭ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়কে সহায়তা করে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি আভিযানিক দল।
ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মাংস বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব দোকানকে জরিমানা করা হয়েছে।
জরিমানার দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- স্টেশন রোডের ভাই ভাই হোটেল (৩ হাজার টাকা), সিরাজ স্টোর (৫ হাজার টাকা), এবং নতুন বাজারে অবস্থিত লায়েক মাংস বিতান (২ হাজার টাকা)।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’