শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল প্রবাসী ব্যবসায়ী আফিয়া আদমজী সিআইপি নির্বাচিত
আফিয়া আদমজীর হাতে সিআইপি পদক তুলে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ এমপি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিট্রিশ বাংলা কেমিক্যালের পরিচালক ও শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী আজমীর ময়দার মিলের স্বত্তাধিকারী নাঈম আদমজীর চাচী যুক্তরাজ্য প্রবাসী আফিয়া আদমজী সিআইপি নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রবাসী দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার হাতে সিআইপি পদক তুলে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ এমপি।
এ ব্যাপারে তাঁর ভাতিজা নাঈম আদমজী জানান, চাচী আফিয়া আদমজী দেশে ও প্রবাসে উভয় দেশেই ব্যবসা করছেন। তিনি দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশী ক্যাটাগরিতে উনাকে এ বছর সিআইপি পদকে ভূষিত করা হয়েছে।
জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৩ সালের জন্য ৫৯ জন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স ক্যাটাগরিতে সিআইপি ঘোষণা করে। এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে আরও ১০ জনকে সিআইপি নির্বাচিত করে। দুই ক্যাটাগরিতে মোট ৬৯ জন সিআইপি নির্বাচিত করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নির্বাচিত সিআইপিদের (এনআরবি) সরকার অনুমোদিত পরিচয়পত্র, গাড়ির স্টিকার ও সচিবালয়ে প্রবেশের জন্য পাস দেয়া হয়।
এ ছাড়াও সিআইপি কার্ডের মেয়াদ থাকাকালীন সময়ে তারা দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়ার অগ্রাধিকার পান। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশে থাকা বাংলাদেশ মিশন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণসহ সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাাধিকার ভিত্তিতে টিকিট এবং হোটেল-রেস্তোারাঁ, হাসপাতালে চিকিৎসা ও আইনি সহায়তায় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’