Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

রণজিৎ দত্ত জনি

প্রকাশিত: ১২:১৪, ১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৩:১৪, ১ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে বই উৎসবে নতুন পাঠ্যপুস্তক পেল শিক্ষার্থীরা 

বই উৎসবে বই পাওয়ার পর অতিথির সঙ্গে শিক্ষার্থীরা। ছবি- রণজিৎ দত্ত জনি

বই উৎসবে বই পাওয়ার পর অতিথির সঙ্গে শিক্ষার্থীরা। ছবি- রণজিৎ দত্ত জনি

নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তোলে দিতে মৌলভীবাজারে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ২০২৪ উদযাপন করা হয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তোলে দেন অতিথিরা। নতুন বই পাবার আনন্দে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। 

মৌলভীবাজার জেলায় এবছর প্রাথমিকে মোট ২ লাখ ৯৭ হাজার ৯৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৩৬ টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিকে ২ লাখ ৭৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থীর জন্য ২৯ লাখ ৫৩ হাজার ৩৭৫ বইয়ের চাহিদা রয়েছে। আজ ৭০ শতাংশ বই দেওয়া হয়েছে।

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব ২০২৪ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম। 

এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) বর্ণালী পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিকসহ অন্যান্য শিক্ষকরা।  

নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীরা। ছবি- রণজিত দত্ত জনি 


বই বিতরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম। এ ছাড়াও বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, পিটিএ-র সভাপতি  বুলবুল আহমদ। 

এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন। 

মৌলভীবাজার জেলায় এবছর প্রাথমিকে মোট ২ লাখ ৯৭ হাজার ৯৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৯৯ হাজার ৩৬ টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া মাধ্যমিকে ২ লাখ ৭৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থীর জন্য ২৯ লাখ ৫৩ হাজার ৩৭৫ বইয়ের চাহিদা রয়েছে। আজ ৭০ শতাংশ বই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম দিন (১ জানুয়ারি) দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই (পাঠ্যপুস্তক) তোলে দিচ্ছে বাংলাদেশ সরকার। এই বই বিতরণের আওতায় রয়েছে প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তর। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিব) সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি বই ছাপানো হয়েছে। আর এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৪০০ কোটি টাকা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়