Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ৩ জানুয়ারি ২০২৪

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বহিষ্কার

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বহিষ্কার

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদাল হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন  সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে, দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদপদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।

এ বিষয়ে আবদাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই বা আমি কোন চিঠি পাইনি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়