Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ৩ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা 

মৌলভীবাজারে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা 

মৌলভীবাজারে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা 

সারাদেশের মতো মৌলভীবাজার জেলায় আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সকল নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, মৌলভীবাজারে বুধবার সকাল থেকে একাধিকবার টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও বিজিবির গাড়িকে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা ও নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আজ থেকে আগামী সাতদিন নির্বাচনের মাঠে থাকবে সেনাবাহিনী। 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তফসিল অনু্যায়ী আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়