নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:২০, ৫ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজারে সাবিয়া ভোট কেন্দ্রে আগুন
মৌলভীবাজারে সাবিয়া ভোট কেন্দ্রে আগুন।
মৌলভীবাজার শহরতলীর সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এই কেন্দ্রটি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের চাঁদনীঘাট ইউনিয়নের একটি ভোট কেন্দ্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরতলীর সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন- ‘বিদ্যালয়ের তিনটি দরজার সামনে কে বা কারা আগুন দিয়ে গেছে। আগুন দেওয়ার সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। সাথে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দরজায় আগুন ধরেনি। ভেতরেও আগন যায়নি। বিদ্যালয়গুলো তালা দেওয়া থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, পূর্বদিকে দুইটি মোটর সাইকেলে চারজন লোক আগুন লাগিয়ে পশ্চিম দিকে চলে যায়।
চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাহেদ আলী বলেন, আমাদের এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে চারজন লোককে মোটরসাইকেলে করে পালিয়ে যেতে দেখেন। এরপর এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু ও সহকারি শিক্ষক গোপন চক্রবর্তী গণমাধ্যমকে জানান রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী ও সদর মডেল থানার ওসি কে এম নজরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন- আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে প্লাস্টিকের বোতলে কেরোসিন ও আগুনের অস্তিত্ব পেয়েছি। আতংক ঘটানোর জন্য এটা করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।’
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’