মৌলভীবাজার প্রতিনিধি
ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখালেন জিল্লুর রহমান
ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে জয়ের আগাম বার্তা জানান জিল্লুর রহমান।
শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মৌলভীবাজার-৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকেই। ভোটের প্রথম প্রহরেই নিজের ভোট দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে জয়ের আগাম বার্তা জানান জিল্লুর রহমান।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ৫৪৯টি ভোটকেন্দ্রে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। একটানা ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিন সকাল ৯টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে যান নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
ভোট দিয়ে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজারের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, প্রার্থীরা ভোটে জয়লাভের আশা নিয়েই মাঠে নামেন। আমিও আশাবাদী মৌলভীবাজার-৩ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন।
এ আসনে অন্য প্রার্থীরা হলেন, জাসদের আব্দুল মোসাব্বির, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান ও এনপিপির মো. আবু বকর, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম ও ইসলামী ফ্রন্টের মো: আব্দুর রউফ।
এদিকে জেলার চারটি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, তৃণমুল বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন দলের ২০ জন প্রার্থী।
আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, র্যা ব, বিজিবি ও সেনাবাহিনী।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন, আসন ভিত্তিক র্যা বের ৪ টি টহল টিম, সেনাবাহিনী ৫৭৫ জন, বিজিবি ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন ৮টি টিম এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ৪ জন।
জেলা পুলিশ জানিয়েছে- প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন রয়েছে।
মৌলভীবাজার জেলায় মোট ভোট কেন্দ্র ৫৪৯ টি। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৫৯৬ জন, পুরুষ : ৭৬৯৯৪৩ জন এবং নারী : ৭৪৬৬৪৮ জন। ট্রান্সজেন্ডার : ৫ জন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’