মৌলভীবাজার প্রতিনিধি
লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোট দিলেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
ভোটারদের সঙ্গে ভোটকেন্দ্রে লাইনে এমপি প্রার্থী মো. শাহাবুদ্দিন।
শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ। শীতের হিমেল সকালে ভোটের প্রথম প্রহর থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে দেশের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে। এমনি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সারাদেশের মতো মৌলভীবাজার-১ আসনের ভোটকেন্দ্রগুলোতেও একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকালে বড়লেখায় নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন শাহাবুদ্দিন এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে মোট প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন (৬ জানুয়ারি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় আজ নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করছেন মাত্র দুই জন প্রার্থী।
তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন এবং তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন। তবে, এ আসনে বর্তমান সাংসদ মো. শাহাবুদ্দিন এমপি-ই পুনরায় নির্বাচিত হতে চলেছেন এমনটাই ধারণা স্থানীয় ভোটারদের।
এদিকে জেলার চারটি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টি, তৃণমুল বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন দলের ২০ জন প্রার্থী।
আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, র্যা ব, বিজিবি ও সেনাবাহিনী।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন, আসন ভিত্তিক র্যা বের ৪ টি টহল টিম, সেনাবাহিনী ৫৭৫ জন, বিজিবি ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন ৮টি টিম এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ৪ জন।
জেলা পুলিশ জানিয়েছে- প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন রয়েছে।
মৌলভীবাজার জেলায় মোট ভোট কেন্দ্র ৫৪৯ টি। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৫৯৬ জন, পুরুষ : ৭৬৯৯৪৩ জন এবং নারী : ৭৪৬৬৪৮ জন। ট্রান্সজেন্ডার : ৫ জন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’