নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:০০, ৭ জানুয়ারি ২০২৪
মৌলভীবাজার-৩ আসনে বিজয়ী জিল্লুর রহমান
জিল্লুর রহমান
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা)। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম রোববার (৭ জানুয়ারি) রাতে এ ঘোষণা দেন।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নির্বিঘ্নে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদ জিল্লুর রহমান পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির (লাঙ্গল) মো. আলতাফুর রহমান পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (মশাল) আব্দুল মোসাব্বির পেয়েছেন ২ হাজার ২ হাজার ২৪৬ ভোট। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির (হাতুড়ী) তাপস কুমার ঘোষ পেয়েছেন ১ হাজার ২৭৮ ভোট। ইসলামী ফ্রন্টের (মোমবাতি) মো. আব্দুর রউফ পেয়েছেন ৭৯৫ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (আম) মো. আবু বকর পেয়েছেন ৭০৪ ভোট। সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. ফাহাদ আলম পেয়েছেন মৌলভীবাজার-৩ আসনে ৯৪০ ভোট।
মৌলভীবাজার-৩ আসনের সদর ও রাজনগর উপজেলা মিলে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৩৮৮। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৪। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৫০৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৫১৩। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২০। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৯ দশমিক ২২।
নির্বাচনের আরো খবর :
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’