Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৯:২৬, ৮ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুনে জড়িত যুবদল নেতা সুমন গ্রেফতার 

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে মৌলভীবাজারেও। গত ৫ জানুয়ারি উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন লাগায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরিকল্পনাকারী মৌলভীবাজার জেলা যুবদল নেতা সুমন আহমদকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৭ জানুয়ারি) মৌলভীবাজার জেলা যুবদল নেতা সুমন আহমদকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত ৫ জানুয়ারি সাবিয়া ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় সুমন মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃত সুমন আহমদ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে আদালতে জবানবন্দি দিয়েছে বলেও জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে মৌলভীবাজারে সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি মোটরসাইকেলে করে চার জন এসে দাহ্য পদার্থ দিয়ে ভোটকেন্দ্রে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

তবে, ঘটনার একদিনের মাথায় আসামী সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়