Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১০ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৯:২২, ১০ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে রোগী দেখার সময় মারা গেলেন ডা. শফিক উদ্দিন

মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ।

মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ।

মৌলভীবাজার সদরের কাশিনাথ রোড এলাকায় নিজ বাসায় রোগী দেখছিলেন সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ। এসময় তিনি হঠাৎ করে মৃ ত্যু র কো লে ঢলে পড়েন। তাঁর এমন অপ্রত্যাশিত মৃ ত্যু তে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে।

ডা. শফিক উদ্দিন আহমদ বুধবার (১০ জানুয়ারি) বেলা ২টা ৫ মিনিটের দিকে মৃ ত্যু ব র ণ করেন। মৃ ত্যু কা লে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
 
ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরী আই নিউজকে বলেন- ‘সম্পর্কে তিনি আমার দুলাভাই হন। আমরা তাঁকে বড় দুলাভাই ডাকতাম। খুব হাসিখুশি ও রোগী বান্ধব চিকিৎস ছিলেন। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনামুল্যে চিকিৎসা দিতেন। আজ বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃ ত্যু র কোলে পড়েন। ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।  তাঁর এই মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গভীরভাবে শোকাহত।’

ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। 

এ ছাড়া, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে। 

মরহুমের জানাযার নামাজের সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়