কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
যেভাবে উপাধ্যক্ষ থেকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ
![সাতবারের নির্বাচিত সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। সাতবারের নির্বাচিত সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।](https://www.eyenews.news/media/imgAll/2023May/উপাধ্যক্ষ-ড-মোহাম্মদ-আব্দুস-শহীদ-eyenews-2401131256.jpg)
সাতবারের নির্বাচিত সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
দ্বাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভায় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ আসন থেকে সাতবারের নির্বাচিত সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। প্রথমবারের মত্রীত্ব পেয়েছেন আওয়ামী লীগের দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ। উপাধ্যক্ষ থেকে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ হবার রাস্তাটি অনেক দীর্ঘ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদে শপথ গ্রহণের জন্য ডাকা হয় তাকে। এবারই প্রথম উপাধ্যক্ষ আব্দুস শহীদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ সিলেটে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উপাধ্যক্ষ আব্দুস শহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্মাতক সম্পন্ন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২ জুলাই ২০১৮ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন।
মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনীতিবিদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। একই আসন থেকে এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬- ২০০১ পর্যন্ত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে পালন করছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’