Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ১৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:৫৫, ১৫ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে আজ সৈয়দ শাহ মোস্তফা (র.) এর উরস ও মেলা ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের সৈয়দ শাহ মোস্তফা (র.) এর দরগাহ শরীফে আজ থেকে শুরু হয়েছে ৬৮৩তম উরস মোবারক। উরস উপলক্ষে রোববার রাত থেকে দরগায় তৈরি হচ্ছে শিরনী। দরগার বাইরে বসেছে মনোহারী পণ্যের মেলা। দূর দূরান্ত থেকে দরগায় আসছেন ধর্মপ্রাণ ভক্তরা।

মৌলভীবাজারে প্রতিবছর সৈয়দ শাহ মোস্তফা (র.) এর দরগাহ শরীফে উরসের আয়োজন করা হয়। উরসকে কেন্দ্র করে এখানে প্রতিবারই বসে দুই দিনব্যাপী মেলা। মেলাকে ঘিরে লোকে লোকারণ্য হয়ে যায় দরগাহ প্রাঙ্গণ। দরগায় উরসের আগের রাত থেকেই আগত মুসল্লিদের জন্য পাকানো হয় শিরনী। যারাই মেলা ঘুরতে আসেন দুপুরে সুযোগ পেলে খেয়ে আসেন শাহ মোস্তফা (র.) এর দরগার শিরনী। 

মেলা চলবে আগামীকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি পর্যন্ত)। 

কে ছিলেন সৈয়দ শাহ মোস্তফা (র.)
এ অঞ্চলের মুসলিম পুরাণ মতে, হযরত শাহ জালাল এর সফর সঙ্গী পীরে কামেল হযরত সৈয়দ শাহ মোস্তফা সিলেটের দক্ষিনাঞ্চলে আধুনিক মৌলভীবাজার অঞ্চলের মোস্তফাপুর গ্রামাঞ্চলে বসবাস করতঃ ইসলাম প্রচারে আত্ব নিয়োগ করেন। 

প্রচলিত কিংবদন্তী ও বিভিন্ন তথ্য মতে এসময় বর্শিজোড়া এলাকায় বসবাসও রাজ্যশাসনকারি সামন্ত শাসক চন্দ্র নারায়নের সিংহাসনে একদা এক বিশধর সর্প বসে থাকলে রাজ পরিষদ সর্প বিতাড়নে ব্যর্থ হয়ে রাজ গনকের পরামর্শে পীরে কামেল হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) র হুজরায় হাজির হয়ে সাহায্য প্রার্থনা করেন।

দয়ালু ও মানব হিতৈষী পীরে কামেল সৈয়দ শাহ মোস্তফা রাজ বাড়ীগমন করেন। সেখানে তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে গিয়েছিলেন কথিত আছে। বিষধর সাপকে চাবুকের মত ব্যবহার করে বাঘের পিঠে সওয়ার হয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে আসেন সৈয়দ শাহ মোস্তফা (র.)। 

রাজা, রাজ সিংহাসন ও রাজ বাড়ি থেকে সাপ ও আপদ বিপদ মুক্ত করেন। তখন এতদাঞ্চলে গভীর বনজঙ্গঁল ছিল। জঙ্গঁলে বাঘ সহ বিষধর ও ভংকর বন্য প্রানীর বসবাস ছিল। আধুনিক কালে এসে ও পাহাড় বর্শিজোড়ায় বাঘের আনাগুনা দেখা গেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়