শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ
আমার কিনার টেকা নাই, এই কম্বল পাইয়া বেজান খুশি হইলাম
প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে খুশি চা বাগানের এই বৃদ্ধারা। ছবি- আই নিউজ
গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে ঠাণ্ডা অসহনীয় মাত্রায় বইছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয়েছে কয়েকদিন। চা বাগানের ঘেরা শ্রীমঙ্গলেও শীতের প্রকোপে বিপর্যস্ত সাধারণ, হতদরিদ্র মানুষের জীবন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এরকম দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই মৌলভীবাজারের হোসনাবাদ চা বাগানসহ আশপাশের অসহায় লোকজন প্রথম আলোর ট্রাস্টের টুকেন হাতে আসতে শুরু করেন হোসনাবাদ নাটমমণ্ডপ প্রাঙ্গনের দিকে। তাদের অনেকেই বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। গত কয়েকদিন ধরে হোসনাবাদ চা বাগান, নন্দরানী চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান, এম আর খান চা বাগান ঘুরে ঘুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি অসহায় এই মানুষদের তালিকা তৈরী করে।
বৃহস্পতিবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত অসহায় এই মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র কম্বল। হাসি ফুটে উঠে কম্বল নিতে আসা অসহায় মানুষদের মুখে।
এসব মানুষের মধ্যে অম্বরতী তাঁতী একজন। বয়স তাঁর ৬৫ এর কাছাকাছি। হাতে কম্বল নিয়ে প্রথম আলোকে তিনি বলেন, "বাগানো বিকাল থাকি বেজান (বেশি) ঠান্ডা লাগে। হামরা (আমরা) টাউন থাকি বহুত দূরের বাগানে থাকি। সব সুবিধা টাউনের মানুষ পায়, এত দূরে কেউ কম্বল লইয়া আয় না। এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট হয় আমরার। টাকার লাগি একটা নতুন কম্বল কিনতে পারিনা। পুরান কম্বল দিয়া অনেক কষ্টে শীত পাড় করি। আপনারা হামদের (আমাদের) কথা ভাবিয়া এত দূরে আইয়া কম্বল দিছেন। কম্বলটা পাইয়া খুব ভালো লাগছে। ভগবান আপনাদের ভালা করবে।''
শুধু অম্বরতী তাঁতী নয়। প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন কম্বল নিতে আসা বিভিন্ন চা বাগানের বাসিন্দারা।
বৃহস্পতিবার সকালে উপজেলার হোসনাবাদ চা বাগানের নাট মণ্ডপে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এই কম্বল তুলে দেওয়া হয়। হোসনাবাদ, নন্দরানী, জঙ্গলবাড়ি, এমআরখান চা বাগানের বাসিন্দারা আসেন কম্বল নিতে। বয়সের ভাড়ে যারা আসতে পারেননি, তালিকা দেখে তাদের বাড়িতে কম্বল পৌছে দেয়া হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, চা শ্রমিক নেতা ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, হোসনাবাদ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুদাম তাঁতী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা প্রমুখ।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, চা বাগানে সবচেয়ে বেশী শীত পড়ে। এখানে শ্রমিকরা যে মজুরি পায়, তা দিয়ে সংসারের খাবার জোগাড় করাই কষ্টকর। প্রথম আলো ট্রাস্ট যেভাবে চা বাগানের মানুষদের জন্য এগিয়ে এসেছে। আশা করবো সরকারের পাশাপাশি দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো এভাবে মানবতার কাজে এগিয়ে আসুক। এতে করে শীতার্ত অসহায় মানুষের কষ্ট দূর হবে। আমরা প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্টের এই আয়োজনে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় ক্রয়কৃত কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।
হিসাব নম্বর: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪; ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন, ০১৭১৩০৬৭৫৭৬ এই পেমেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’