মৌলভীবাজার প্রতিনিধি
নাট্যকার মতিনের ওপর হা ম লা, মানববন্ধন
জেলা নাট্য পরিষদ (জেনাপ) সভাপতি নাট্যকার আব্দুল মতিন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক, জেলা নাট্য পরিষদ (জেনাপ) সভাপতি নাট্যকার আব্দুল মতিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা শহরের চৌমোহনা চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ স ম সালেহ সোহেলের সভাপতিত্ব ও কয়ছর আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় জেলার সংস্কৃতিজনেরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, এ জেলার প্রগতিশীল সাংস্কৃৃতিক আন্দোলনের প্রথমসারির সাহসী লড়াকু যোদ্ধা, সাংস্কৃৃতিক সংগঠনগুলোর ভরসার জায়গা আব্দুল মতিন। কাদের এমন দুঃসাহস, কি করে পারলো বয়োজ্যেষ্ঠ এই সাংস্কৃৃতিক ব্যক্তিত্বের উপর ন্যাক্কারজনক হামলা করতে। যা অমার্জনীয় ও দুঃসাহসিক। তার উপর এই আক্রমণ কোনভাবে মেনে নেয়া যায়না।
জেলার সকল সাংস্কৃতিক কর্মকান্ডে যিনি নিজেকে হৃদয় থেকে সম্পৃক্ত রাখতেন, সেই সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপর হামলা আমাদের হৃদয় আজ আক্রান্ত হয়েছে। এই হামলা একজন সাংস্কৃতিক ব্যক্তির উপর হামলা নয়, এ হামলা শান্তির শহর মৌলভীবাজারের উপর হয়েছে বলে বক্তারা জানান।
সভায় জেলার সাংস্কৃৃতিক, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নাট্যকার আব্দুল মতিন জানান, গতকাল রোববার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সেন্ট্রাল রোডে মধ্যপাড়ার কাছে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’