Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ৩০ জানুয়ারি ২০২৪

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা দুই জন হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা-বাগানের সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)। 

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ব্যবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেলে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ আবু সুফিয়ান ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে চালক পলাতক।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়