Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে শুরু হচ্ছে ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪ 

আগামীকাল ৬ ফেব্রুয়ারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে কাব ক্যাম্পুরী ২০২৪।

আগামীকাল ৬ ফেব্রুয়ারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে কাব ক্যাম্পুরী ২০২৪।

মৌলভীবাজারে আগামীকাল থেকে শুরু হচ্ছে অষ্টম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে কাব ক্যাম্পুরীর এবারের আসর। 

আগামীকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪ এর উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটসের মৌলভীবাজার জেলা সভাপতি ড. উর্মি বিনতে সালাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পি.পি.এম (বার), মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, বাংলাদেশ স্কাউটস্ কমিশনার মহিউল ইসলাম মুমিত, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চল সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান। 

পরদিন বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে স্কাউট ওন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সারাদেশে প্রশংসা কুড়ানো সফল পৌর মেয়র আলহাজ্ব মো. ফজলুর রহমান। 

এ ছাড়াও এদিন বিশেষ অতিথি থাকবেন, সৈয়দ মুনিম আহমদ রিমন, মো. খয়রুজ্জামান শ্যামল, মো. আব্দুল ওয়াহিদ। 

সবশেষে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে মহা তাঁবু জলসা। মহা তাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। 

বিশেষ অতিথি হিসেবে এদিন আরও উপস্থিত থাকবেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পি.পি.এম (বার), মৌলভীবাজার স্কাউটস্ ব্যক্তিত্ব মুবিন আহমদ জায়গীদার প্রমুখ।

পরে আগামী ১০ ফেব্রুয়ারি সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মৌলভীবাজারে আয়োজিত এবারের ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চল সভাপতি মো. মিছবাহুর রহমান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়