মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজার দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা দাবা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো সোনালী অতীত র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৪।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে খেলার উদ্বোধন করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোহাইমিন চৌধুরী শেফাক।
দিনব্যাপী খেলা শেষে চ্যাম্পিয়ন হয়েছেন ডা. রাধাকৃষ্ণ সিংহ। দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মোমিত চৌধুরী নেসু। তৃতীয় হয়েছেন ফেরদৌস হাসান চৌধুরী। বিশেষ পুরস্কার পেয়েছে শিশু দাবাড়ু তৃতীয় শ্রেণীর ছাত্রী অরোরা সিনহা নীড়। সে চ্যাম্পিয়ন ডা. রাধাকৃষ্ণ সিংহের মেয়ে।
বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি মুশতাক আহমদ চৌধুরী মমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফ্ফার, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরেন্টোর প্রেসিডেন্ট লায়েকুল হক চৌধুরী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মোমিত চৌধুরী নেসু।
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা দাবা সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দাবাড়ু হিসেবে পুরস্কারপে য়েছেন নগদ ৩ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার আড়াই হাজার এবং তৃতীয় পুরস্কার নগদ ২ হাজার টাকা দেওয়া হয়।
এছাড়াও চতুর্থ স্থান অধিকারী দাবাড়ুকে ১৫০০ টাকা এবং ৫ম, ৬ষ্ঠ ও ৭ম স্থান অধিকারী দাবাড়ুদের প্রত্যেককে ১০০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’