মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে স্কাউট মহাতাঁবু জলসা, ক্যাম্প ফায়ার
রাতে অনুষ্ঠিত হয় মহাতাঁবু জলসা। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শেষ হয়েছে পাঁচদিনব্যাপী ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় মহাতাঁবু জলসা। ক্যাম্প ফায়ারে আনন্দের মেতে ওঠেন অতিথি, স্কাউটস ও কাবেরা।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে মহাতাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুহিত, মৌলভীবাজার জেলা স্কাউটসের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা স্কাউটস কমিশনার খয়রুজ্জামান শ্যামল, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান।
এতে জেলা ও সিলেট আঞ্চলিক স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাতাঁবু জলসায় ফায়ার ক্যাম্প ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাঁচদিনব্যাপী ৮ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা স্কাউটস কমিশনার খয়রুজ্জামান শ্যামল। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্কাউটসের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ ও মৌলভীবাজার জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান।
কাব ক্যাম্পুরীতে অংশ নেন প্রায় ৭০০ স্কাউটস সদস্য। যেখানে জেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬-১১ বছর বয়সী শিক্ষার্থীদের ছোট ছোট দল অংশগ্রহণ করে। শিশুরা জানায়, শীতের রাতে খোলা মাঠে তাঁবুতে টানা পাঁচদিন রাত্রিযাপন তাদের নতুন অভিজ্ঞতা। আগামীর পৃথিবীর জন্য গড়ে উঠছে তারা।
ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে কাব স্কাউট সদস্যরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মপ্রত্যয়ী, পরোপকারী ও সমাজ সেবায় উদ্বুদ্ধ হয়। প্রতিকূল পরিবেশে কিভাবে সারভাইভ করতে হয়। তারা শিখেছে পরিশ্রমী হয়ে ওঠা, নিয়ম-শৃংখলা, পরোপকারীতা, মানবিকবোধ ও দেশপ্রেম।
মৌলভীবাজার জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বলেন- কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর একটি অনন্য সুযোগ। পাঁচদিনব্যাপী এই সম্মিলনে শিক্ষার্থীরা নিজেদের জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পেরেছে। যা তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’