Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ওসমানীনগরে হ ত্যা মামলার ৮ আসামী গ্রেফতার 

এই মামলায় আটক আসামিদের ৩ জন। ছবি- সংগৃহীত

এই মামলায় আটক আসামিদের ৩ জন। ছবি- সংগৃহীত

সিলেটের ওসমানীনগরের বেতখাইয়ে এলাকার আনোয়ার হোসেন (৪৫) হ ত্যা মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) ঘটনার দিনই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- বেতখাইয়ের শাহীন মিয়া (৩০), সিরাজুল ইসলাম প্রকাশ বাদশা মিয়া (৫০) ও তার স্ত্রী সুলতানা বেগম (৩০),  মো. আব্দুল কাদির (৫০), মো. তজমুল আলী (৩৫), জবলু মিয়া (২৭), মো. আব্দুল গনির স্ত্রী আফিয়া বেগম (৫০) ও সুফিয়া বেগম (৪৫)। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ও এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ওসমানীনগর থানার বেতখাই এলাকার নিহত আনোয়ার হোসেনদের সঙ্গে  একই বাড়ীর নিকটাত্নীয় আব্দুল কাদিরদের সাথে কবরস্থানে যাতায়াতের রাস্তা ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল কাদিরের পক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের পক্ষকে অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। 

এদিকে ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের করার পর ওসমানীনগর থানা পুলিশের একাধিক  টিম দিনভর অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ৮ জন আসামীকে গ্রেপ্তার করে। 

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়