নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে ৩ বছর ধরে এসএসসি পরীক্ষার্থী সংখ্যা কমছেই
মৌলভীবাজার জেলায় গত তিন বছরের ব্যবধানে কমে গেছে ৬ হাজারের বেশি এসএসসি পরীক্ষার্থী।
আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪। দেশের ২০ লাখের বেশি পরীক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে, সাম্প্রতিক বছরগুলোতে নানা কারণে কমছে পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের সংখ্যা। মৌলভীবাজার জেলায় গত তিন বছরের ব্যবধানে কমে গেছে ৬ হাজারের বেশি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার্থী কমার পেছনেও রয়েছে নানাবিধ কারণ।
মৌলভীবাজার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় প্রতিবছর কমছে পরীক্ষার্থীর সংখ্যা। এসব বিষয়ে আই নিউজ কথা বলেছে জেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও সচেতন মহলের সাথে।
জেলা শিক্ষা অফিস সূত্র বলছে, মৌলভীবাজারে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২৩ হাজার ৯৭২ পরিক্ষার্থী। আর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেলার মোট ২৬টি কেন্দ্র এবং ২৮ টি ভেন্যু মিলে মোট ৫৪টি প্রতিষ্ঠানে।
২০২২ সালে ৩০ হাজার ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ২০২২ সালে জেলায় এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা আ শ ঙ্কা জ ন ক ভাবে কমে যায়। এর কারণ হিসেবে করোনা মহামারীকে দায়ী করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, ২০১৯ থেকে ২০২২ সালের শুরু পর্যন্ত করোনার প্রকোপে বিপর্যস্ত সময় ছিল শিক্ষা খাতের জন্য। এই সময়ে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে। ফলে কমেছে পরীক্ষার্থীর সংখ্যাও।
জানা যায়, মৌলভীবাজারে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ২৪ হাজার ৫৭৫ জন। এবছর আগের বছরের তুলনায় কমে যায় পরীক্ষার্থীর সংখ্যা। চলতি বছর সেই সংখ্যা থেকে আরও ৫০৩ জন কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ, গত তিন বছর ধরে মৌলভীবাজার জেলায় ধারাবাহিকভাবে কমছে মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া মোট ২৩ হাজার ৯৭২ পরীক্ষার্থীর মধ্যে মেয়েরা সংখ্যা এগিয়ে আছেন ছেলেদের থেকে। শিক্ষা অফিসের তথ্য বলছে, এবছর এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র আছেন ৯ হাজার ৪৬৬ জন। এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৫০৬ জন।
মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানের সাথে এ বিষয়ে আলাপ করলে তিনি আই নিউজকে বলেন, “২০২২-২৩ সালে মূলত করোনার প্রকোপে ঝরে পড়ার কারণে শিক্ষার্থী অনেকটাই কমে গেছে। করোনায় দীর্ঘসময় স্কুল বন্ধ থাকার পরে যখন খোলা হলো তখন অনেক শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দেয়। যেকারণে এই তিন বছরে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। তার প্রভাব এবছর এসএসসি পরীক্ষায় পড়েছে।”
আবার এবছর টেস্ট পরীক্ষা কড়াকড়ি হওয়ায় কারণেও অনেক পরীক্ষার্থী বাদ পড়েছেন বলেও জানান এই শিক্ষা কর্মকর্তা।
মৌলভীবাজারে পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চাইলে দ্য ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষক রোকসানা আক্তার বলেন, “আমার স্কুলের কথা বললে অনেক শিক্ষার্থীই বাবা-মায়ের সাথে উন্নত বিশ্বে পাড়ির জমিয়ে চলে গেছে। এরকম আরও অনেকেই আছে যারা বাবা-মায়ের সাথে বিদেশে চলে যাচ্ছে। এটা ঝরে পড়ার একটা কারণ। তবে, আমাদের স্কুলে (দ্য ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল) এবছর এসএসসি পরীক্ষার্থী কমেনি। সারা জেলার চিত্রের কথা বললে করোনাটাই পরীক্ষার্থী কমে যাওয়ার বড় কারণ।”
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’