Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২২:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

মেডিকেলে চান্স মৌলভীবাজারের ১৯ শিক্ষার্থীর, পৌরসভার সংবর্ধনা

মেডিকেলে চান্স পেয়েছে মৌলভীবাজারের ১৯ শিক্ষার্থী।

মেডিকেলে চান্স পেয়েছে মৌলভীবাজারের ১৯ শিক্ষার্থী।

মৌলভীবাজারের ১৯ শিক্ষার্থী ২০২৩–২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে লেখাপাড়ার সুযোগ পেয়েছেন। কৃতি এসব শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।

মেডিকেলে পড়ার প্রথম ছয়মাস খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তোমরা ঘাবড়াবেনা। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করেন ডাক্তারেরা। আবার পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পান এই ডাক্তারেরাই। -ডা. ছয়েফ উদ্দিন আহমদ

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পৌরসভা হলরুমে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ছফু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ মোহাম্মদ আলী শাহেদ,  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, শিক্ষক রোকসানা আক্তার ও তাহমিদা ইসলাম কনক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শাহজাহান আহমদ। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. ছয়েফ উদ্দিন আহমদ ছফু বলেন, মেডিকেলে পড়া সাগরে সাঁতার কাটার মতো। কঠোর পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে পড়তে হবে। তাহলেই একজন ভালো ডাক্তার হতে পারবে। পড়ার এই সময় ভিত্তি গড়ার সময়।

ডা. ছয়েফ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেডিকেলে পড়ার প্রথম ছয়মাস খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তোমরা ঘাবড়াবেনা। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করেন ডাক্তারেরা। আবার পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পান এই ডাক্তারেরাই।

সভাপতির বক্তব্যে মেয়র ফজলুর রহমান বলেন, এই শিক্ষার্থীরা মৌলভীবাজারের গর্বিত মেধাবী সন্তান। যারা এই জেলার সম্মান বয়ে আনবে। মানুষের সেবা করে যাবে। এই সন্তানদের লেখাপড়া করাতে মা-বাবা অনেক কষ্ট করেছেন। শিক্ষার্থীরা মা-বাবার আশা পূরণ করবে। মানিবকবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠবে এটা আমরা প্রত্যাশা করি। 

মৌলভীবাজারের যে ১৯ শিক্ষার্থী ২০২৩–২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলে চান্স পেয়েছেন :

নাম: কাশফিয়া তাবাসসুম নিসা 
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ 
স্কুল : দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল 
চান্সপ্রাপ্ত মেডিকেল: নেত্রকোনা মেডিকেল কলেজ

নাম: আফিয়া মোবাশ্বিরা সাদিয়া 
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
স্কুল: দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ:  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

নাম: তনুশ্রী দেব 
কলেজ : মৌলভীবাজার সরকারি কলেজ 
স্কুল : আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল :স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

নাম: মৌমিতা মুন
কলেজ : মৌলভীবাজার সরকারি কলেজ 
স্কুল : আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল : বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ

নাম: নওরীন আহমেদ
কলেজ: রাজউক উত্তরা মডেল কলেজ
স্কুল: দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ:  এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট

নাম: তনিমা দাশ তন্নি
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
স্কুল: আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ: বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ

নাম: শাহরিয়ার রহমান
কলেজ: বিএএফ শাহীন কলেজ
স্কুল: দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল
চান্সপ্রাপ্ত মেডিকেল: কুমিল্লা মেডিকেল কলেজ

নাম: আফাজিল রাহিক নিকাব 
কলেজ: বিএএফ শাহীন কলেজ, শমসেরনগর 
স্কুল: দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

নাম: স্বরূপ দেব সুবিনয়
কলেজ: এমসি কলেজ, সিলেট 
স্কুল: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল: নেত্রকোনা মেডিকেল  কলেজ

নাম: অর্পিতা রাণী দে সিমু
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
বিদ্যালয় : আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ , বগুড়া

নাম: সানজা নভেরা  
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
স্কুল: আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ:  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

নাম: শাহ আহনাফুল ইসলাম
কলেজ: নটরডেম কলেজ
স্কুল: দ্য ফ্লাওয়ারস কেজি এবং হাই স্কুল
ভর্তি হয়েছেন: নেত্রকোনা মেডিকেল কলেজ

নাম: জান্নাতুন নাঈম নূরী
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
স্কুল: শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ 
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ:  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

নাম: নুযহাত নাছরিন মুমু 
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
স্কুল: আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ: শহীদ সোহরাওয়ার্দী  মেডিকেল কলেজ, ঢাকা

নাম: পূর্বিতা দেব ছোঁয়া
কলেজ: মৌলভীবাজার সরকারি কলেজ
স্কুল: আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ:  শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

নাম: মো. ইব্রাহিম মিয়া
কলেজ: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট
স্কুল: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ:  শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

নাম: রাখতুল আহমেদ সিয়াম
কলেজ:  বিএএফ শাহীন কলেজ, শমসেরনগর
স্কুল: মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় 
চান্সপ্রাপ্ত মেডিকেল: ঢাকা মেডিকেল কলেজ

নাম:শৈলী দে চিত্রা
কলেজ : জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ 
স্কুল : মহলাল উচ্চ বিদ্যালয় 
চান্স প্রাপ্ত মেডিকেল কলেজ : আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী

কানিতা হাসান তিফা
স্কুল : আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চান্সপ্রাপ্ত মেডিকেল কলেজ : মুগদা মেডিকেল কলেজ, ঢাকা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়