রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৭:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
রাজনগরে পাওনা টাকা আদায় নিয়ে বিরোধে একজনকে হ ত্যা
ঘটনায় নি হ ত সোয়াব আলী। ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে বিরোধে সোয়াব আলী নামের এক সিএনজি চালককে হ ত্যা করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাতের রাতে উত্তর মুন্সিবাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সোয়াব আলী মুন্সিবাজারের গয়াসপুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক ছোয়াব আলীর (৪০) সাথে পাওনা টাকা নিয়ে একই ইউনিয়নের সোনাটিকি গ্রামের সৈয়দ মনাফ আলীর ছেলে সৈয়দ কাশিম আলী (৩২) ও সৈয়দ কোহিনুর আলীর (২৭) বেশ কিছুদিন ধরে দ্ব ন্দ্ব চলছিল। রোববার রাতে মসজিদের জন্য শিরনী কিনতে মুন্সিবাজারে যান ছোয়াব আলীর ছেলে হৃদয় (২০)। এসময় উত্তরবাজার সিএনজি স্ট্যান্ এলাকায় তাকে মারধর করে কোহিনুর, কাশেমসহ আরো ১০-১২ জন। খবর পেয়ে হৃদয়ের বাবা ও চাচারা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো ছু রি দিয়ে ছোয়াব আলীর শরীরের বিভিন্ন স্থানে আ ঘা ত করে কোহিনুর ও কাশিমসহ তাদের সঙ্গীরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের মূলহোতা কোহিনুর ও কাশিমকে রাতেই আটক করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার আই নিউজ প্রতিবেদককে বলেন, রাতের মধ্যেই জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রয়েছে। এঘটনায় মামলা হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’