Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৭:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

পিপিএম পদক পেলেন মৌলভীবাজারের সন্তান মেজর আদনান তফাদার

মেজর আদনান তফাদারকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেজর আদনান তফাদারকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবছর রাষ্ট্রীয় সম্মানসূচক পিপিএম পদক পেলেন মৌলভীবাজারের সন্তান মেজর আদনান তফাদার। এই সম্মানসূচক পদকটি পরিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে ৪০০ পুলিশ সদস্য বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিপিএম ও পিপিএম পদক পেয়েছেন।

মৌলভীবাজারের সন্তান মেজর আদনান তফাদারের পুরো নাম এ এইচ এম আদনান তফাদার। তিনি র‍্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার হিসেবে কর্তব্যরত ছিলেন। বর্তমানে তিনি র‍্যাব সদর দপ্তরে উপ-পরিচালকের দায়িত্বে কর্তব্যরত আছেন।

দায়িত্বকালীন সময়ের আদনান তফাদার আলোচিত, রহস্যজনক গুরুত্বপূর্ণ অনেক ঘটনার উন্মোচন করেছেন। আসামীদের আইনের আওতায় নিয়ে এসেছেন।

মাদক, চাকরির কথা বলে প্রতারণা, ধর্ষ*ণসহ গুরুত্বপূর্ণ আলোচিত অনেক মামলার আসামিদের গ্রেফতারে সক্ষম হয়েছেন মৌলভীবাজারের গর্ব মেজর আদনান তফাদার। তাঁর এই পিপিএম সম্মাননা পদক লাভে তাই মৌলভীবাজারের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

মেজর আদনান তরফদারের বন্ধু মৌলভীবাজারের আরেক সফল তরুণ ব্যবসায়ী জাহেদ চৌধুরী বলেন, বন্ধুর এমন কৃতিত্বপূর্ণ সম্মাননা প্রাপ্তি আমাদের জন্য গর্বের। বন্ধু হিসেবে এমন দিনে আমাদেরও আনন্দ হচ্ছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়