মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:৪২, ৯ মার্চ ২০২৪
মৌলভীবাজারে `মায়েদের ভরসা` আছিয়া বেগমকে পুনাকের সম্মাননা
জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে আছিয়া বেগমকে সম্মাননা প্রদান।
বিশ্ব নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারের 'মায়েদের ভরসা' খ্যাত আছিয়া বেগমকে মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) বিশ্ব নারী দিবসের বিকেলে আছিয়া বেগমকে এই সম্মাননা প্রদান করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটিতে অবস্থিত সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে আছিয়া বেগমের হাতে ফুলের তোড়া এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক এসআই রুমি ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুনেদ আহমেদ।
আছিয়া বেগম মৌলভীবাজার পুনাকের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা উপহার পেয়ে পুনাক ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সংক্ষেপে আছিয়া বেগমের কৃতিত্ব
আছিয়া বেগম মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী হিসেবে মনুমুখ ইউনিয়নের সাধুহাটি সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন।
তিনি ২০১২ সালের ২৮ মে বিশেষ অবদানের জন্য সেরা স্বাস্থ্যকর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এখন পর্যন্ত আছিয়া বেগমের হাতে ১৬১৬ জন বাচ্চার জন্ম হয়েছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’