সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবি
জুড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের জড়ীতে উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে (নাইট চৌমুহনী) বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আপ্তাব আলী, সাইফুল আলম, সাইফউদ্দিন খুশমান, ডা: শাহজাহান, এম এ রউফ, মনিরুল ইসলাম, জহির উদ্দিন শামীম, সিরাজ আলী, হাবিবুর রহমান হাবিব, জাহিদ হাসান জমির, সোহেল আহমদ, মনিরুল ইসলাম, প্রবাসী নাসির উদ্দিন, আজিজুর রহমান, আছাদ উদ্দিন, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সেলিম উদ্দিন সহ অনেকেই। এ সময় উপজেলার হাজারো ধর্মপ্রাণ সাধারণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারা দেশের মত জুড়ী উপজেলায়ও মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা কমপ্লেক্সের পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও উপজেলার সাধারণ মুসল্লিদের দীর্ঘ দিনের দাবিকে উপেক্ষা করে একটি কুচক্রী মহল ব্যবসায়ীক ফায়দা লোটার জন্য উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরবর্তী এলাকায় মডেল মসজিদ নির্মাণের পায়তারা করছে। এসময় উপস্থিত মুসল্লিগন অবিলম্বে উপজেলা সদরের পাশে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ না নিলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
এদিকে মানববন্ধন চলাকালীন সময়ে মৌলভীবাজার-১ জুড়ী-বড়লেখা আসনের বারবারের সংসদ সদস্য ও সাবেক পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সরকারি অনুষ্ঠানে যাওয়ার সময় মানববন্ধনের সামনে আসলে উপস্থিত সাধারণ মুসল্লিগন উপজেলা কমপ্লেক্সের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবি করলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’