Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৭:১৫, ২৬ মার্চ ২০২৪

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে বিদেশী শিশুদের অংশগ্রহণে ফুটবল ম্যাচ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 'কমিউনিটি ইকো ট্যুরিজম এর আয়োজনে লাউয়াছড়া পুঞ্জির সহযোগীতায় বিদেশী শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১ টায়  প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ফ্রান্স ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বনাম লাউয়াছড়া পুঞ্জি কমিউনিটি প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীরা। 

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি ইকো ট্যুরিজমের ওনার পারভেজ কামাল পাশা ও ইকো ট্যুর গাইড রাসেল আলম। 

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী ফিলা পতমী। 

আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলরের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং এবং ঢাকা থেকে আগত বিদেশী অতিথিবৃন্দ।

প্রীতি ফুটবল ম্যাচটি ২-০ গোলে লাউয়াছড়া পুঞ্জি কমিউনিটি প্রাইমারি স্কুল জয় লাভ করে। খেলা শেষে উপস্থিত অতিথিরা কমিউনিটি ইকো ট্যুরিজম এর পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে প্রীতি উপহার ক্রেস্ট তুলে দেয়া হয়।

কমিউনিটি ইকো ট্যুরিজমের ওনার রাসেল আলম বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রান্স ইন্টারন্যাশনাল স্কুলের ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন দেশের শিশু শিক্ষার্থীদর অংশগ্রহণে খাসিয়া পুঞ্জির শিশু শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের আজকের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়