রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:৩৪, ৭ এপ্রিল ২০২৪
রাজনগর প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতার অঙ্গীকার করলেন এমপি জিল্লুর রহমান
রাজনগর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠানে এমপি জিল্লুর রহমান।
মৌলভীবাজারে রাজনগর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাজনগর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে সংসদ সদস্য রাজনগর প্রেসক্লাবের ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরজান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, সাবেক প্রচার সম্পাদক ছাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাকিম বকস প্রমুখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
এসময় যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশী মালিকানাধীন ইংরেজী গণমাধ্যম দ্য ডেইলি ড্যাজলিং ডন’র পক্ষ থেকে রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে একটি কম্পিউটার হস্তান্তর করেন দ্য ডেইলি ড্যাজলিং ডন’র প্রতিষ্ঠাতা ও প্রকাশক মুনজের আহমদ চৌধুরী ও মাল্টিমিডিয়া এডিটর কামরান আহমদ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’