নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে আইসিবি ব্যাংকে ক্যাশ টাকা স*ঙ্কট, উ*দ্বিগ্ন গ্রাহকরা
মৌলভীবাজার শহরের কোর্ট রোডে অবস্থিত আইসিবি ইসলামি ব্যাংক.
মৌলভীবাজারে আইসিবি ইসলামী ব্যাংকে ক্যাশ টাকা স*ঙ্ক*টে বি পা কে পড়েছেন নানা শ্রেণী পেশার গ্রাহকরা। কেউ চিকিৎসার টাকা আবার কেউ বিয়ের জন্য টাকা তুলতে এসেও ফিরছেন হতাশ হয়ে। ব্যাংকে ক্যাশ টাকা না থাকায় চাহিদানুযায়ী সেবা দিতে পারছেন ব্যাংক কর্মকর্তারা। ফলে, উ দ্বি গ্ন তা দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। মেজাজ হারিয়ে কেউ কেউ চ ড়া ও হচ্ছেন ব্যাংক কর্মকর্তাদের ওপর। তবে, ব্যাংক কর্মকর্তা বলছেন এ ব্যাপারে তাঁরা অসহায়।
মৌলভীবাজার শহরের কোর্ট রোডে অবস্থিত আইসিবি ইসলামি ব্যাংকে সরেজমিনে গিয়ে গ্রাহকদের এই বি পা কে র দৃশ্য দেখা যায়।
মৌলভীবাজারে আইসিবি ইসলামি ব্যাংকের ম্যানেজার সুমন ব্যাংকে ক্যাশ টাকা না থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা সত্য গত এক মাস ধরে আমাদের শাখায় ক্যাশ টাকার স*ঙ্কট রয়েছে। গ্রাহকরা দশ হাজারের বেশি টাকা তুলতে পারছেন না। আমরাও টাকা স*ঙ্কটের জন্য চাহিদানুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছি না।
গ্রাহকদের সাথে আলাপ করে জানা যায়, বিগত এক মাস ধরে আইসিবি ব্যাংকে ক্যাশ টাকা উত্তোলনে এধরনের সমস্যা হচ্ছে। সর্বোচ্চ দশ হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না ক্রেতারা। ফলে, যেসব গ্রাহকরা ব্যবসায়িক বা অন্যান্য কাজের জন্য মোটা অঙ্কের টাকা তুলতে আসছেন তাদেরকে হ তা শ হয়ে ফিরতে হচ্ছে। এ নিয়ে বা ক বি ত ণ্ডা ও হচ্ছে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের।
হৃদরোগের রোগী ছমির মিয়া মৌলভীবাজারে আইসিবি ইসলামী ব্যাংকে এসেছিলেন তাঁর চিকিৎসা কাজের জন্য টাকা তুলতে। কিন্তু, ব্যাংক থেকে তাকে বলা হয় তিনি দশ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। ফলে, বিপাকে পড়েছেন এই অসুস্থ বৃদ্ধ। চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলেও ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও ক্যাশ টাকার অভাবে তিনি দশ হাজারের বেশি তুলতে পারছেন না।
একই ধরনের হ য় রা নি র শিকার হয়েছে বিষ্ণু দেব নামের একজন গ্রাহক। তিনি ষোলো লাখ টাকা উত্তোলন করতে এসেও তুলতে পারেন নি। ব্যাংক কর্মকর্তারা তাঁকেও সর্বোচ্চ দশ হাজার টাকা তোলার জন্য বলেন। কিন্তু, দশ হাজার টাকায় তাঁর কিছুই হবে না বলে জানান তিনি। ফলে, ব্যতিব্যস্ত হয়ে অন্য উপায়ে টাকা যোগাড়ের ব্যবস্থা করছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ বলেন, আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কেনাকাটার জন্য টাকা তুলতে ব্যাংকে এসেছিলাম। কিন্তু, ব্যাংক থেকে বলছে দশ হাজারের বেশি টাকা তুলতে পারব না। কিন্তু, আমার প্রয়োজন কয়েক লাখ। এমন অবস্থায় আমার বিয়ে ভাঙার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আবু রায়হান নামের একজন শিক্ষার্থী জানান, তিনি তাদের পরিবারের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা তুলেছেন প্রতিদিন দশ হাজার টাকা করে। এতে তাঁর অনেকদিন লেগেছে।
মৌলভীবাজারে আইসিবি ইসলামি ব্যাংকের ম্যানেজার সুমন ব্যাংকে ক্যাশ টাকা না থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা সত্য গত এক মাস ধরে আমাদের শাখায় ক্যাশ টাকার স*ঙ্কট রয়েছে। গ্রাহকরা দশ হাজারের বেশি টাকা তুলতে পারছেন না। আমরাও টাকা স*ঙ্কটের জন্য চাহিদানুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছি না।
তিনি বলছেন, কেন্দ্র থেকে ব্যাংকের এই শাখায় টাকা না পাঠানোয় এ পরিস্থিতি দেখা দিয়েছে। তবে, কেন্দ্র থেকে বলা হয়েছে আগামী রোববার ব্যাংকে ক্যাশ টাকা পাঠানো হবে। ক্যাশ টাকা আসলে এই সমস্যা আর থাকবে না। তখন গ্রাহকরা আগের মতোই তাদের টাকা তুলতে পারবেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’